আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এর একদিন আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেছেন সিলেটসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। ইতিমধ্যেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী। এখনও খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন সমাবেশ সফল করতে। সেখানে আসা নেতাকর্মীদের থাকার জন্য তাবু ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু
সরেজমিন দেখা গেছে, বৃহস্পতিবার রাত থেকেই কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। শুক্রবার (১৮ নভেম্বর) জুমার নামাজের পর সমাবেশস্থলে বাড়তে তাকে নেতাকর্মীদের উপস্থিতি। সমাবেশস্থলের চারপাশে সিলেটের বিভিন্ন জেলা, উপজেলা ও থানাভিত্তিক বড় বড় ক্যাম্প তৈরি করা হয়েছে। সেসব ক্যাম্পে এলাকার বিএনপির নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির গণসমাবেশ আগামীকাল শনিবার। তবে আগামীকাল নয়, আজ রাতের মধ্যেই সিলেট নগরীর জনসমুদ্রে পরিণত হয়ে যাবে।
মেয়র আরও বলেন, বাধা-বিপত্তি অতিক্রম করে জনতা আসছে। বাধা-বিপত্তি যে হচ্ছে না, সেটা কেউ বলতে পারবে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় সুযোগ পেলেই চুলকানি দেওয়া হচ্ছে। তবে একটা বিশ্বাস আমার, সিলেটে একটা রাজনৈতিক সম্প্রীতি আছে। অতিউৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা দুই-চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি।