ঢাকাশনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২২ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি―মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করু


মেষ:  সব কাজেই সুনাম পেতে পারেন। ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হবেন। বাসস্থান কেনা-বেচার পরিকল্পনা নিয়ে আলোচনা। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগার আশঙ্কা। ব্যবসায় প্রচুর লাভের আশা আছে। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।

বৃষ:  আজ সারাদিন কোনও ঝুঁকিপ্রবণ কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করাতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মানপ্রাপ্তির যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি।

মিথুন:  প্রিয়জনের সঙ্গে বিবাদ ঘটতে পারে। আজ যতক্ষণ সম্ভব ঈশ্বরের নাম করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। শারীরিক উন্নতির জন্য বিশেষ চিকিৎসকের সঙ্গে আলোচনা। কোনও কিছু কেনা-বেচা করার জন্য দিনটি শুভ। বয়স্কদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন।

কর্কট:  আজ শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় মিশ্রফল। অতিরিক্ত পরিশ্রমের কারণে মন ভাল থাকবে না। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। আইনজীবীদের সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতির আশঙ্কা আছে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পাওয়ায় আনন্দ।

সিংহ:  সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ থাকবে। আজ কর্মস্থানে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি খুব দূর পর্যন্ত যাবেন। বাড়তি উপার্জন হওয়ায় আনন্দ। শখের জন্য অর্থব্যয় হতে পারে। শরীরে অল্প-বিস্তর সমস্যা থাকতে পারে।

কন্যা:  উটকো অশান্তির যোগ। কোনও কারণে আজ আপনার মানহানি হওয়ার আশঙ্কা। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। ভাই- বোনের সম্পর্কে দূরত্ব আসতে পারে। সঙ্গীতশিল্পীদের জন্য শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। হঠাৎ কোনও পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

তুলা: সকাল থেকে একটু আর্থিক টানাটানি থাকতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর-জ্বালায় কষ্ট। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় চাপ বৃদ্ধি।

বৃশ্চিক: আজ কোনও প্রতিযোগিতায় বিফল হওয়ায় মনঃকষ্ট। ভ্রমণে কোনও কিছু নষ্ট হওয়ায় সমস্যায় পড়তে পারেন। ভাই- বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কার্যোদ্ধার। আজ যে কোনও নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন। আজ সারাদিন বেশ উৎফুল্ল কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। আজ বাড়ির লোক আপনাকে বুঝতে দেরি করবে।

ধনু: অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ অধিক হবে। গুরুদেবের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে প্রতিকূল পরিস্থিতির শিকার হবেন। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজে আনন্দ ও গর্ব বোধ। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ। পায়ের নীচে আঘাত পেতে পারেন।

মকর:  বাড়িতে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় দারুণ অর্থ প্রাপ্তির যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে কর্মে ভাল সুযোগ লাভ। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তিযোগ। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকবে।

কুম্ভ:  কর্মস্থানে কাজের চাপ নিয়ে চিন্তা। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে। বাইরের লোকের জন্য সংসার থেকে দূরত্ব বাড়বে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে বদনাম। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, উন্নতির যোগ আছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক আসুস্থতা। কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধির বলে জয়। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের কোনও সমস্যা বাড়তে পারে।

মীন:  আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় বিবাদ ঘটতে পারে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে খুব ভাল করে চিন্তা করুন। বন্ধু সমাগমে মনে আনন্দ। আপনার সহনশীলতা আপনাকে বাঁচাবে। অপ্রয়োজনীয় কথা কম বলবেন। কোমরে কোনও সমস্যা বাড়তে পারে।