পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি―মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করু
মেষ: আজ চাকরির স্থানে শুভ কিছু ঘটার সম্ভাবনা। কোনও মহিলার সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হতে পারে। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়িতে কোনও আত্মীয়ের জন্য অশান্তি ঘটতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় দুর্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যয় বাড়তে পারে। পিতা-মাতার সঙ্গে তর্ক। আঘাত থেকে সাবধান। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে।
বৃষ: শত্রুর জন্য চিন্তা বাড়তে পারে। সকালের দিকে ব্যয় বৃদ্ধি পাবে। প্রিয় ব্যক্তিকে কুকথা বলার জন্য অনুতাপ। ছেলের জন্য মানসিক কষ্ট। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনায় ভাল সুবিধা আসতে পারে। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন।
মিথুন: সামাজিক মর্যাদাহানির ভয় মনে কাজ করতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর পাওয়ায় আনন্দ। বাড়িতে বন্ধুদের উৎপাত বৃদ্ধি। প্রেমের জন্য ভাল সময়। প্রেমের ক্ষেত্রে খরচ বাড়তে পারে। কাজের জন্য ব্যস্ত থাকতে হবে সারাদিন। স্ত্রীর ব্যাপারে কোনও খারাপ চিন্তা আসতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় নতুন কাজ হাতে পাওয়ায় আনন্দ। পাওনা নিয়ে বিবাদ।
কর্কট: ভাল কাজের জন্য চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। মায়ের জন্য কোনও কারণে বাড়িতে বিবাদ। অতিরক্ত ভোগের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় আর্থিক চাপ বৃদ্ধি। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা। বাড়িতে কোনও সুখবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়তে পারে। জলপথে বিপদ আসতে পারে। বেশি কথা বিবাদ ঘটাতে পারে।
সিংহ: সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে অভিমান বৃদ্ধি। দূরে কোনও ভ্রমণের আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য ঋণ। পিতার সঙ্গে কোনও বিষয়ে তর্ক। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। লেখকদের জন্য দিনটি ভাল। মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা। আর্থিক চাপ বৃদ্ধি। কোমরের যন্ত্রণা বৃদ্ধি।
কন্যা: ব্যবসায় আয় বাড়ায় আনন্দ। চাকরির স্থানে কোনও বাধা আসতে পারে। শত্রুর জন্য কোনও ক্ষতি হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসায় শান্তিলাভ। আর্থিক ব্যাপারে চিন্তা। খেলাধূলায় জয়লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। সম্পত্তির ব্যপারে ভ্রাতৃবিবাদ বাড়তে পারে।
তুলা: কোনও খারাপ ঘটনা দেখে মনঃকষ্ট বাড়তে পারে। সংসারের জন্য শান্তি কামনা। পাওনা আদায় নিয়ে কোনও বিবাদ হতে পারে। শত্রু থেকে মুক্তি লাভ। ধর্ম সংক্রান্ত কাজে কোনও কিছু দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। রাত্রের দিকে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ কোনও বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন।
বৃশ্চিক: সকালের দিকে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। সংসারে ব্যয়সঙ্কোচের চেষ্টা। শত্রুর কারণে মনে ভয় থাকবে। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী প্রতিষ্ঠানে কাজের যোগাযোগ হতে পারে। আজ একটু রাগ সংযত করতে হবে। সম্পত্তির ব্যপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি।
ধনু: সকালের দিকে কোনও আঘাত লাগার সম্ভাবনা। প্রেমের ব্যপারে শান্তি পেতে পারেন। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি। পেটের সমস্যা। বন্ধুদের কাছ থেকে ভালবাসা পাবেন। ব্যবসায় কোনও ক্ষতি হওয়ার আগে একটু সাবধান থাকুন। খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বুদ্ধির কোনও ভুল হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।
মকর: শরীর ঠিক থাকলেও মন বশে থাকবে না, তাই কাজের ক্ষতি হতে পারে। আজ আশা ভঙ্গ হওয়ার দিন। দূরে কোনও বেড়াতে যাওয়ার আলোচনা। সামাজিক কাজের জন্য নাম-যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ। কোনও আত্মীয়ের সম্পর্কে দুঃসংবাদ নিয়ে চিন্তা। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি। দুপুরের পরে আজ একা থাকতে ভাল লাগবে। জমি, বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।
কুম্ভ: আজ সারাদিন শরীরে কষ্ট থাকবে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। খেলাধূলায় সাফল্য আসতে পারে। বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনও আনন্দের খবর পাবেন। ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য চিন্তা। পায়ে কোনও আঘাত লাগতে পারে।
মীন: শরীরে কোনও রোগের কারণে যন্ত্রণা বৃদ্ধি। প্রেমে বিরহ আসতে পারে। আজ বন্ধুদের থেকে সাহায্য পাবেন। ব্যবসায় কোনও লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি আসতে পারে। সন্তানের ব্যপারে নতুন চিন্তা। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল লাগবে না। রক্তচাপ বাড়তে পারে। পড়াশোনায় চাপ বাড়তে পারে।
- বাংলালাইভ ফেসবুক গ্রুপে যোগ দিয়ে যেকোনো নিউজের বিষয়ে প্রশ্ন করুন: এখানে ক্লিক করুন।
- বাংলালাইভ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুন: এই পেজ ভিজিট করুন।
- বাংলালাইভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলালাইভ ওয়েবসাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন www.banglalive24.com সাইট।