উচ্চ রেজল্যুশনের গেম খেলার পাশাপাশি ভালোমানের ভিডিও সম্পাদনার সুযোগ দিতে ২৪ গিগাবাইটের জিডিডিআর সিক্স মেমোরি সুবিধার গ্রাফিকস কার্ড তৈরি করেছে এএমডি। রেডিওন আরএক্স ৭৯০০ এক্সটিএক্স মডেলের গ্রাফিকস কার্ডটির মাধ্যমে ৮ কে প্রযুক্তির গেমও খেলা যায়।
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু
৩৮৪ বিট মেমোরি বাস সুবিধার গ্রাফিকস কার্ডটি সর্বাধুনিক ডিসপ্লে পোর্ট ২.১ প্রযুক্তি সমর্থন করে। শুধু তাই নয়, দীর্ঘ সময় ব্যবহার করলেও গরম হয় না গ্রাফিকস কার্ডটি। প্রতি সেকেন্ডে ২০ গিগাবাইট মেমোরি এবং ৬ হাজারের বেশি স্ট্রিম প্রসেসর সুবিধার গ্রাফিকস কার্ডটি এ মাসে বাংলাদেশে আনবে স্মার্ট টেকনোলজিস।