পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়নবাসী ৫২ পরিবারের মাঝে সরকারী পুকুরের মাছ ধরে বিতরন করা হয়েছে। মাছ পেয়ে আশ্রয়নের হতদরিদ্র নারী পুরুষরাও খুশি।
শুক্রবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া আশ্রয়ন কেন্দ্রের পুকুর থেকে এসব মাছ ধরে ওইসব পরিবারের মাঝে বিতরন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আবুবক্কর সিদ্দিকী সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ওই আশ্রয়ন কেন্দ্রের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে প্রভাবশালীদের বিরুদ্ধে। এছাড়া এ পুকুরের মাছ ধরার প্রতিবাদ করায় ওই আবাসন কেন্দ্রের এক নারীকে মারধর করে চেয়ারম্যানের ক্যাডাররা। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত ২২ জুন কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়েরের পর এমন পদক্ষেপ নেয় প্রশাসন।