ঢাকাবৃহস্পতিবার, ২৫শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

কাল মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!


বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রথমবারের মতো সাপ্তাহিক ছুটি থাকছে মেট্রোরেলের। এ দিন কোনো ট্রেন চালানো হবে না, করা হবে রক্ষণাবেক্ষণের কাজ।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু


সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, মঙ্গলবার দিন মেট্রোরেলের ডে-অফ। ওই দিন মেট্রোরেলের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মেট্রোরেলে চড়তে মানুষ অভ্যস্ত হয়ে গেলে তখন আর এই ডে-অফ থাকবে না। তখন মেট্রোরেলের চলার চলাচলের সময় বাড়ানো হবে।