অনলাইন ডেস্ক । বাংলালাইভ২৪.কম |
প্রিয়নবি হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতের জন্য বিষাক্ত প্রাণীসমূহের আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য একটি আমল বা দোয়া শিখিয়েছেন ।
প্রিয়নবির শেখানো এ আমলটি নিয়মিত পাঠ করলে আল্লাহর ইচ্ছায় বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে যেমন মুক্ত থাকা যায়। আবার বিষাক্ত প্রাণী যদি কাউকে আক্রমণ করে তার বিষক্রিয়া থেকেও মুক্ত থাকা যায়।
দোয়াটি হলো-
উচ্চারণ: আউজুবি কালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খালাক্বা।
অর্থ: আমি আল্লাহ তাআলার পূর্ণ কালিমাসমূহের ওসিলায় তারই সৃষ্ট সব প্রাণীর অনিষ্টতা থেকে তারই কাছে আশ্রয় কামনা করছি।’
এ দোয়ার কার্যকারিতা প্রসঙ্গে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘একবার এক লোককে বিচ্ছু (বিষাক্ত প্রাণী) দংশন করার কারণে লোকটি ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারল না।’
সকালে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষয়টি জানালে প্রিয়নবি বললেন, ‘(ওই লোক) যদি সন্ধ্যার সময় এ দোয়াটি পড়ত; তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন তাকে কোনো ক্ষতি করতে পারত না।’ (মুসলিম, ইবনু মাজাহ, আবু দাউদ)
হজরত সুহাইল ইবনে আবি সালেহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমাদের পরিবারের সবাই এ দোয়াটি মুখস্ত করে নিয়েছিল এবং তা নিয়মিত পড়ত।
একদিন আমাদের পরিবারের একটি মেয়েকে বিচ্ছু দংশন করল কিন্তু (বিচ্ছুর এ দংশনে) সে কোনো ব্যথাই অনুভব করেনি। (মুসনাদে আহমদ)