ঢাকারবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ ইমরানের জীবন কতটা শঙ্কায়?

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ৩, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টানা ৭তম দিনের মতো চলছিল ইমরান খানের ডাকা লংমার্চ। আর এতেই হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানসহ তার দলের অন্তত পাঁচজন নেতা আহত হয়েছেন। খবর ডনের।

রিপোর্ট, ইমরান খান অন্তত ৩-৪ বার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে পিটিআই কর্মকর্তারা বলেছেন। ইমরান খানের পায়ে গুলি লেগেছে। বর্তমানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পিটিআই নেতা ইমরান ইসমাইল বলেছেন, হামলার সময় তিনি ইমরান খানের পাশেই ছিল। হামলায় ফয়সাল আহমেদও আহত হয়েছেন বলে জানান তিনি। এদিকে ইমরানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এ ছাড়া পিটিআই নেতা আসাদ উমর রয়টার্সকে বলেন, অজ্ঞাত এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ইমরান খানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।