অস্ট্রেলিয়ার তারোঙ্গো চিড়িয়াখানার নিজ আস্তানা থেকে ৫ সিংহ বেড়িয়ে পড়েছে। আর তাই আশেপাশের এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬.৩০ মিনিটে এই ঘটনাটি ঘটে। খবর বিবিসি
সিংহ বেড়িয়ে পড়ায় কিছু সময়ের জন্য পুরো চিড়িয়াখানা লকডাউন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অজ্ঞান করা হয় একটি সিংহশাবককে। তবে, কিছু সময় পর সিংহদের ফের তাদের আস্তানায় ফিরিয়ে নিয়ে আসে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাঁচ সিংহের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক ও চারটি শাবক সিংহ ছিল।
তবে ঠিক কি কারণে সিংহগুলো বেড়িয়ে এসেছে তা জানতে পারেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ডিরেক্টর সাইমন ডুফি বলেছেন কি কারণে সিংহের দল বেড়িয়ে এসেছে তা তদন্ত করা হবে। তিনি বলেন, ‘এটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এর আগে কখনোই এই চিড়িয়াখানায় এমন ঘটনা ঘটেনি।
চিড়িয়াখানায় বেশ কয়েকজন অতিথি রাত্রিযাপন করছিলেন। মাত্র ১০০ মিটার দূরত্ব ছিল সিংহ ও অতিথিদের মধ্যে। সিংহগুলো বেরিয়ে আসার প্রায় দশ মিনিটের মধ্যেই সতর্ক সংকেত বাজিয়ে দ্রুত পরিস্থিতি সামলে নেন কর্মচারী ও কর্মকর্তারা।