ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচিতে মঞ্চ ভেঙে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজিত বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু
এদিন বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র্যালি পূর্ব অনুষ্ঠান শুরু হয়। ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়া শুরু করলে এ ঘটনা ঘটে। এতে ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু
এর আগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাবিতে একত্রিত হন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির আয়োজন করা হয় আজ।
এতে অংশ নিতে ঢাবিসহ রাজধানীর বিভিন্ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা সমবেত হন অপরাজেয় বাংলার পাদদেশে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
পরে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।