ঢাকাবৃহস্পতিবার, ২৫শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের দুঃখপ্রকাশ, ডেকোরেটরের ভূমিকা খতিয়ে দেখার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে ওঠার পর হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এতে নিচে পড়ে যান কাদেরসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু


শুক্রবার (৬ জানুয়ারি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক মঞ্চে ওঠায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। আমরা চেষ্টা করেছিলাম মঞ্চটি মজবুতভাবে তৈরি করার। কিন্তু প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক মঞ্চে ওঠায় ঘটনাটি ঘটেছে। ঘটনাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মঞ্চ বানানোর দায়িত্বে থাকা ডেকোরেটরের ইচ্ছাকৃত ভুলত্রুটি কিনা, তা আমরা খতিয়ে দেখবো।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের এ ধরনের মঞ্চে সাধারণত কয়েকশ লোকের ওঠার মতো ব্যবস্থা রাখা হয়। এবারও কয়েকশ লোকের ধারণক্ষমতাসম্পন্ন মঞ্চ করেছিলাম। তারপরও এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক।’