জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে (৫১ ব্যাচ) ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু
সোমবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে নবনির্মিত দুই হলের সিট বণ্টন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রেণি কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করা হয়। সভায় হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
এ সময় ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরুর সুপারিশ করা হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান ব্যাচগুলো থেকে ১০০ জন করে আবাসিক শিক্ষার্থীকে নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানান্তরের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামী ২২ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- বাংলা লাইভ ফেসবুক পেজ অনুসরণ করতে: এখানে ক্লিক করুন।
- বাংলালাইভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: এখানে ক্লিক করুন।
- দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন www.banglalive24.com