ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে সবগুলো জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। সাধারণত বড় দলগুলোর বিপক্ষে জয় কিংবা পারফরম্যান্স ভালো করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাস দিয়ে থাকে। মঙ্গলবার ইংলিশদের হারানোর পর বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন ডাবল বোনাস ঘোষণা করেছেন।
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১৫৮ রান করে। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ১৬ রানের দারুণ জয় পায় স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করার পর সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘যে কোনও দলের সাথে প্রথমবার কিছু করলে (ম্যাচ জিতলে) আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার, তাই ওরা এটা (ডাবল বোনাস) পাবে।’
শুধু জয়ের বোনাসই নয়, ক্রিকেটাররা পারফরম্যান্স বোনাসও পাবেন। তবে সেটির পরিমাণ জানাননি বোর্ড সভাপতি, ‘বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর সঙ্গে হোয়াইটওয়াশের জন্য আলাদা বোনাস পাবে। ওরা (ক্রিকেটাররা) একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে, সেটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।’