ঢাকাশনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক-ইউটিউব মারাত্মক ক্ষতি করে সিনেমার!

বিনোদন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানিয়েছেন, ‘চলচ্চিত্র নিয়ে সমালোচনা করলে সাইবার ক্রাইমের আওতায় আনা হবে, এমনই চিন্তাভাবনা চলছে।’


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু


রবিবার রাতে রাজধানীর বনানী ক্লাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সমিতির সদ্য বিজয়ী এই মহাসচিব।

শাহীন সুমন বলেন, ‘ফেসবুক মারাত্মক ক্ষতি করে সিনেমার। ইউটিউব চ্যানেলে প্রচার-প্রচারণা করে মারাত্মক ক্ষতি করে। সিনেমার আগামাথা, সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লেখে, যার কারণে দর্শক প্রতারিত হয়। দর্শকরা ভাবে এই সিনেমায় কিছু নেই, এই সিনেমা দেখব না।’

সিনেমার সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে―উল্লেখ করে নির্মাতা সানী সানোয়ারের বরাত দিয়ে শাহীন সুমন বলেন, ‘সানী সানোয়ার ভাই দারুণ একটা প্রস্তাব রেখেছেন। আমরা সাইবার ক্রাইমের আওতায় আনব, যদি চলচ্চিত্রের সমালোচনা করে উল্টাপাল্টা করে তাদের আইনের আওতায় আনব।’

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’। এটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ জানুয়ারি। সিনেমাটির দুটি কিস্তিই যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

পুলিশ অ্যাকশন থ্রিলার এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত হয় সিনেমাটি।