ঢাকাশুক্রবার, ২৬শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

বসবাসের জন্য বিশ্বের ১০ ব্যয়বহুল শহর

জীবনযাপন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর শেষ হতে চলল প্রায়। ২০২২ সালে থাকার জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর কোনগুলো ছিল তা জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, গণপরিবহনের গড় ব্যয়, স্থানীয় মুদ্রার অবস্থানের মতো বিষয়গুলোর উপর নির্ভর করে জীবনযাত্রার গড় মান। এগুলোর উপর ভিত্তি করেই ব্যয়বহুল শহরের এই তালিকা প্রকাশ করা হয়। জেনে নিন তালিকায় কোন কোন শহর রয়েছে।

 

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দশ শহরের তালিকায় একই সঙ্গে শীর্ষস্থান দখল করেছে নিউ ইয়র্ক এবং সিঙ্গাপুর। এরপর রয়েছে ইসরায়েলের তেল আবিব শহর। এরপর আবারও দুই শহর পাশাপাশি থাকছে চতুর্থ স্থানের জন্য। হংকং এবং লস এঞ্জেলস শহরের পরেই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। এরপর আবার সুইজারল্যান্ডেরই আরেক শহর জেনেভা রয়েছে তালিকায়। ক্যালিফোর্নিয়ার সান ফ্র্যানসিসকো শহর রয়েছে ব্যয়বহুল শহরের মধ্যে। দশের মধ্যে শেষ দুইয়ে রয়েছে ফ্রান্সের প্যারিস এবং ডেনমার্কের কোপেনহেগেন।