ঢাকাশনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাবা নন প্রসেনজিতের ছেলে মিশুকের অনুপ্রেরণা অন্যকেউ!

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাবা টলিউডের সবচেয়ে বড় অভিনেতা। তাকে অনেকেই স্বয়ং ইন্ডাস্ট্রি ভাবেন। অথচ ছেলের ধ্যান-জ্ঞানে বাবা নেই আছেন অন্যকেউ! অবাক করা বিষয় হলেও এটাই সত্যি। বলিউড বাদশাহ শাহরুখ খানকেই নিজের আইডল মানেন, খোঁজেন অনুপ্রেরণা। সম্প্রতি এমনটাই জানালেন প্রসেনজিতপুত্র।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু


গতকাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে শাহরুখের উপস্থিতি চার চাঁদ লাগিয়ে দিয়েছিল। এদিকে ছেলে ত্রিশানজিতকে নিয়ে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানেই কিং খানকে সামনে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না বুম্বাপুত্র মিশুক। ব্যাক স্টেজে তাকে পেয়েই ছবি তুললেন। এমনকি বাদশার থেকে অটোগ্রাফ পর্যন্ত নিলেন।

ক্যাপশনে শাহরুখের ‘ফ্যান’ ছবির ডায়লগ তুলে লিখলেন, ‘সে শুধু স্টার নয়, আমার পুরোটা জগৎ জুড়ে রয়েছে। আমার অনুপ্রেরণা, আমার মোটিভেশন, আমার রোল মডেল। গোটা বিশ্বের স্টার, এক এবং অনন্য শাহরুখ খান।’ তার কাছে যে এই ফ্যানবয় মোমেন্ট চূড়ান্ত, সেও জানিয়ে দিলেন। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপামর বাঙালির ভালোবাসার মানুষ। স্বয়ং ইন্ডাস্ট্রি তিনি, এমন উপমাই ব্যবহার করেন সকলে। তারপরেও একজন হার্ডকোর শাহরুখ ফ্যান মিশুক।

নাম ত্রিশানজিত হলেও ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের ছেলের পরিচয় মিশুক নামেই। সেই নামে বাদশাও শুভেচ্ছা জানালেন তাকে। বাদশার সই পেয়ে খুশি মিশুকও। কিং খান লিখে দিলেন, ‘মিশুককে অনেক শুভেচ্ছা। ভালোবাসা।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘চোখ তুলে দেখ না’ গানে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিলেন মিশুক। তাকে প্রশংসায় ভরিয়েছিলেন সকলে। কেউ কেউ এমনও বাতলে দিলেন টলিউডের পরবর্তী কিং ত্রিশানজিত।