ঢাকাবৃহস্পতিবার, ২৫শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

বালিয়াকান্দিতে তেল কম দেওয়ার অভিযোগে ফিলিং ষ্টেশনকে জরিমানা

সোহেল খান, বালিয়াকান্দি করেসপন্ডেন্ট
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শহরের ওয়াপদা মোড়ে অবস্থিত ভাই ভাই ফিলিং ষ্টেশনকে তেল কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে।

জানাগেছে, দীর্ঘদিন ধরে তেল কম দিয়ে ভোক্তার সাথে প্রতারনার অভিযোগে বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম, বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতা বালিয়াকান্দি ওয়াপদা মোড়ে অবস্থিত ভাই ভাই ফিলিং ষ্টেশনের মালিক ও বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. নায়েব আলী শেখকে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইনের ৪৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাকে সতর্ক করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।