ঢাকাসোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিক্রি করতে আনা পশু-পাখিদের প্রতি নিষ্ঠুর আচরণ বন্ধে ব্যবস্থা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে বিক্রয়ের উদ্দেশ্যে জিম্মায় রাখা পশু-পাখিদের প্রতি নিষ্ঠুর আচরণকারীদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে। বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

আদালতের রাষ্ট্রপক্ষে শুনানিতে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল আব্বাস উদ্দিন।

রিট আবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবনসহ ঢাকা এলাকার পশু-পাখি বিক্রেতা কর্তৃক বিক্রির জন্য সংরক্ষিত পশু-পাখির প্রতি নিষ্ঠুর আচরণ কেন আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না—তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ ৪ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট বিক্রির জন্য সংরক্ষিত পশু-পাখির প্রতি নিষ্ঠুর আচরণকারী বিক্রেতাদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইন অনুসারে ব্যবস্থা নিতে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক বরাবর একটি আবেদন করা হয়। রাজধানীর গেণ্ডারিয়ার বাসিন্দা মোহাম্মদ মারুফুল হক এ আবেদন জানান। কিন্তু বিক্রেতাদের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টে রিট দায়ের করেন মোহাম্মদ মারুফুল হক।

রিটের সঙ্গে হাওয়া সিনেমার পাখির দৃশ্যসহ এ সংক্রান্ত প্রকাশিত বেশকিছু প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।