ঢাকাবুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিনম্র শ্রদ্ধা

লেখক, মো. মেহেবুব হক। বাংলালাইভ২৪.কম
আগস্ট ১৬, ২০২০ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

যুগে যুগে অন্যায়, অত্যাচারের দাবানল
যখন ছড়িয়ে পড়ে সমাজের বুকে
তখনই জন্ম নেয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের
ন্যায় প্রতিবাদী মানুষ
বদলে দেয় দেশ সমাজ ও রাষ্ট্রের মানচিত্র।

হায়নার দল চেয়েছিল ভূলুণ্ঠিত
করে রাখবে আমাদের স্বাধীনতা,
শকুনের দল চেয়েছিল ছিঁড়ে ছিঁড়ে
ক্ষতবিক্ষত করবে আমাদের মানচিত্র,
কিন্তু পারেনি,
পারেনি একটি বজ্রকন্ঠের কারণে,
পারেনি হিমালয়সম পর্বতের কারণে,
পারেনি বলিষ্ঠ পৌরুষদীপ্ত এক
তেজস্বী নেতার কারণে,
যিনি সাত কোটি বাঙালিকে
স্বাধীনতার শৃংখল হতে মুক্ত করেছেন,
দিয়েছেন তাদেরকে উপহার
লাল-সবুজের মানচিত্র খন্ডিত প্রিয় দেশ
সোনার বাংলাদেশ।

কিন্তু না, ভীরু কাপুরুষের দল থেমে থাকেনি,
ঠান্ডা মাথার খুনি হায়নার দল
রাতের অন্ধকারে নিশংস র্ববরভাবে
নিভিয়ে দেয় জাতিরজনক সহ তাঁর পরিবারের সকলের প্রাণপ্রদীপ।

পাকিস্তানের দোসররা চেয়েছিল
নিভিয়ে দিতে স্বাধীনতার লাল সূর্য,
কিন্তু পারেনি,
পারেনি দমাতে মুজিব আদর্শের লালিত
লক্ষ লক্ষ প্রতিবাদী কন্ঠস্বরের,
আগুনের লেলিহান শিখায় নেয়
চেতনায় স্ফুণ্ঠিত নতুন ক্ষণের
নতুন দিশার জন্ম দিয়েছে,
তাইতো প্রতিবাদী আমি
লড়াকু সৈনিক আমি
আদর্শের পোশাক পরিহিত নেতা আমি।
আমরাই জন্ম নেব বারে বারে,
পৌঁছে দিতে দেশকে বিশ্বসভার মাঝে,
ধ্বনিত হবে চারদিকে শুধু একটি কথা,
বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ।

 

আরও পড়ুন…