ঢাকাবুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেকারিতে থুথু দিয়ে প্যাক হচ্ছে টোস্ট বিস্কুট

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঘুম থেকে উঠে এক কাপ চা আর সঙ্গে টোস্ট বিস্কুট। সকালটা যেন সুন্দর হয়ে যায় তাই না? তবে শুধু সকাল বলে বলব না, অফিসে বা চায়ের ঠেকে যখনই বসেন, চায়ে ডুবানো টোস্ট খাবার মজাই যেন আলাদা। টোস্ট বিস্কুট খেতে আপনি পছন্দ করেন তাই না? তবে কখনও ভেবে দেখেছেন কোথায় এবং কীভাবে টোস্ট তৈরি করা হয়? মনে মনে ভাবছেন যে দোকান থেকে প্যাকেট কিনে আনেন, তাতে আবার কীসের ভাবনা! যদি আপনি জানতে পারেন বেকারিতে টোস্ট প্যাক করার সময় একজন লোক থুথু দিচ্ছে। তারপর আবার বিস্কুটে পা দিচ্ছে। তাহলে কী করবেন? আপনি আর খাবেন?

সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে আপনার হয়তো বমি বমি ভাব আসতে পারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, টোস্ট প্রস্তুত হওয়ার পর, কারখানায় বসে কিছু কারিগর টোস্টে পা রাখছে। শুধু তাই নয়, প্যাকিং করার সময় অপর একজনের নির্দেশে কর্মীদের একজন নিজের জিভে টোস্ট লাগিয়ে দেয়। থুতু লাগিয়ে সেই টোস্ট প্যাকেটের মধ্যে রাখছে। ইতিমধ্যেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। নানা কমেন্টে ভরে গিয়েছে। অনেকের দাবি, এই কর্মীদের পুলিশের কাছে নিয়ে যাওয়া দরকার। অকথ্য ভাষায় গালিগালাজও দিয়েছে অনেকেই। ভিডিওটি দেখে আপনার কী মনে হচ্ছে?