ঢাকাশুক্রবার, ২৬শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ভারতব্যাপী মুক্তি পেল বাংলাদেশের ‘হাওয়া’

বিনোদন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কথা ছিল, ৩০ ডিসেম্বর ভারতব্যাপী মুক্তি পাবে বাংলাদেশের সিনেমা ‘হাওয়া’। নির্দিষ্ট দিনে মুক্তি না পেলেও তার ঠিক এক সপ্তাহ পর ঠিকই মুক্তি পেল ছবিটি। খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

গত ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তারও আগে কলকাতায় অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয়েছিল ছবিটি। সেসময় ‘হাওয়া’ দেখতে কলকাতার দর্শকদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।

শুক্রবার (৬ জানুয়ারি) ‘হাওয়া’ মুক্তি পেয়েছে দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে। রিলায়েন্সে এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে সেই খবরটি হাওয়ার অফিসিয়াল পেজেও শেয়ার করা হয়।

মেজবাউর রহমান সুমন পরিচালিত তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান প্রমুখ।