ঢাকাবৃহস্পতিবার, ২৫শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

মঞ্চ থেকে নেমে পুরস্কারে লাথি, আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পুরস্কারের মঞ্চ থেকে নেমে প্রাপ্ত পুরস্কার লাথি দেওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। ঘটনাটি ঘটেছে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায়। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১১ জন বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি তিনি। পুরস্কারের মঞ্চেই তিনি ক্ষোভ প্রকাশ করে বসেন। পুরস্কার নিয়ে মঞ্চ নামার পর পুরস্কারে লাথি দিয়ে তিনি প্রতিবাদ করেন।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু


বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে রীতিমতো। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন এই ঘটনার প্রেক্ষিতে জরুরি সভা আয়োজন করে। সেই সভায় জাহিদ হাসান কাজলকে আজীবন বহিষ্কারে সিদ্ধান্ত এসেছে।

ফেডারেশনটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘তার এমন কর্মকান্ডে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অডিটোরিয়ামের অন্য শরীরগঠনবিদরাও। আমাদের প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ করেছে জাহিদ হাসান। ফলে খেলাধূলায় শৃংখলা ফিরিয়ে আনতে আমরা তাকে আজীবন নিষিদ্ধ করেছি।’

জাহিদ হাসানের লাথি দিয়ে প্রতিবাদের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে তিনি এই আচরণের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমি প্রথম হওয়ার যোগ্য। আমাকে প্রথম দেয়া হয়নি। বিচারকরা সঠিক রায় দেননি। এর প্রতিবাদে আমি এমন আচরণ করেছি।’