ঢাকাবুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানবমুক্তির দর্শন

লেখক, মো. মেহেবুব হক
জুলাই ২৮, ২০২০ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

আমি মহিমান্বিত মুখায়বের খোঁজে নিরন্তর সাধনায় লিপ্ত আছি
জগতের পরম সত্যের খোঁজে দিন রাত কালাতিপাত করছি
ভাবছি সেই অনন্ত জীবনের কথা, যার শুরু আছে কিন্তু শেষ নেই
হৃদয়ে ধারন করছি সেই অমৃত বাণী যার রহস্যের কোন অন্ত নেই
নেই কোন মায়া ও পিছুটান যা আমাকে পার্থিব বন্ধনে আবদ্ধ রাখতে পারে

নিঃশেষ করে দিতে পারে আমার অন্তরের অফুরন্ত প্রাণশক্তি
যার স্বর্গীয় চেতনা আমাকে সারাক্ষণ আগলে রাখে এই পৃথিবীর বিষবাস্প হতে

আমার সমস্ত ইন্দ্রিয়কে যোগায় এক অলৌকিক খোরাক
আমার চিন্তাশিক্তিতে বিরাজ করে স্বর্গীয় পরশ

আমার দেহমনে থেকে যায় প্রস্ফুটিত গোলাপের মনমাতানো সুবাস
যার আবেশে আমি নিমিষেই ভুলে যাই ক্লান্তিময় জীবনের বিষাদ দিনগুলো

হারিয়ে যাই চিন্তার অতলান্ত গভীরে
যেখানে মুক্তির পরম আনন্দে হৃদয় নৃত্য করে
আল্লাহর সাথে দর্শনের আকাঙ্ক্ষায় পাপ ঝরে পড়ে
ছিঁড়ে যায় জগতের সকল অনাহত বন্ধন

নফসের কদর্য রূপের বীভৎস প্রতিচ্ছবি ধরা পড়ে মনের দর্পণে
তবুও আশা জেগে থাকে নিরন্তর মহামিলনের অপেক্ষায়
যে অপেক্ষার প্রদীপ জ্বেলে বসে থাকে অগণিত পাপীর দল
এতাই সেই সত্যের পথ

যে পথের পরতে পরতে ছরিয়ে আছে মানবমুক্তির হাজারো দর্শন