ঢাকাবুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মা হওয়ার কারণে ক্যারিয়ার নষ্ট হলেও আফসোস নেই আলিয়ার

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। ছবির বক্স অফিস সফলতা, হলিউডের ছবিতে অভিনয় এবং সবচেয়ে বড়কথা ‘রণলিয়া’র সংসারে রাজকন্যা রাহার আগমন। ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটি বছর গেল অভিনেত্রীর জীবনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, “২০২২ সাল আমার জীবনে খুব শুভ হয়ে এসেছে ঠিকই। অনেকটা সিনেমার মতো। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ হোক বা ‘ব্রহ্মাস্ত্র’, এক একটি করে ধাপ। তারওপর আমার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ সবই আশানুরূপ হয়েছে। যদি না-ও হতো, তাহলেও আমি আবার পরিশ্রম করতাম। ভালো হয়েছে বলেও করব। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।”

ক্যারিয়ারের এই ভরা মৌসুমে হঠাৎ বিয়ে, সন্তান। সিদ্ধান্ত কি আদৌ পরিকল্পিত? নিজের ছন্দে কীভাবে তাল মেলাচ্ছেন নায়িকা? আলিয়ার জবাব, ‘ঠিক বা ভুল বলে কিছু হয় না। আমার জন্য যা ঠিক, তা হয়তো অন্যকারো জন্য ভুল। আমি সব সময় হৃদয়ের কথা শুনি। তাই, হ্যাঁ… যখন ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় চলছিল, তখনই বিয়ে করেছি। সন্তানের জন্মও দিয়েছি। কিন্তু মা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, কে বলেছে? আর যদি হয়ও, হোক। সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি কখনও আফসোস করব না। এ তো প্রাকৃতিক ব্যাপার। আমার তো মনে হয়, এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। মা হয়ে জীবনের অর্থ খুঁজে পেয়েছি।’

যত দ্রুত সম্ভব অভিনয়ে ফিরতে চান আলিয়া। ফিটনেস ফিরে পেতে কঠোর অনুশীলনও করছেন তিনি। বললেন, ‘যদি ভালো কাজ করি, আরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন। যদি কাজের প্রস্তাব না আসে, তাহলে বুঝতে হবে এটা তোমার সময় নয়। আমি কাজের গুরুত্ব বুঝি। তবে জীবন কিংবা বেঁচে থাকা আগে। দুটোর মধ্যে ভারসাম্য রেখে চলি।’