ঢাকাবুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও শীতবস্ত্র বিতরন

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সুবিদখালী সরকারি কলেজের রেঞ্জার ইউনিটির আয়োজনে ‘স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক আলোচনা ও শীতবস্ত্র বিতরন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করু


মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুবিদখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আছাদুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এসোসিয়শন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়শেনের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌস।

বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালীর বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়শেনের উপদেষ্টা প্রফেসার লুৎফুননেছা বেগম মেরী, এসোসিয়েশনের জেলা কমিশনার মুর্শিদাহ্ রাইহানসহ কলেজের শিক্ষকবৃন্দ।

সুবিদখালী সরকারি কলেজে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্বোধন করা হয় এবং কলেজের ২২ জন শিক্ষার্থী এতে অংশ গ্রহন করেন। তাদেরকে শপথবাক্য পাঠ করানোসহ ও শীতবস্ত্র বিতরন করা হয়। সভায় বক্তরা গার্ল গাইডস্ কার্যক্রমের উদ্দেশ্য, সমস্যা সমাধানের উপায় এবং কিভাবে গাইডিং কার্যক্রম আরো বেগবান করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।