ঢাকাবুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ১০০ টাকায় পুলিশে চাকরি

স্টাফ করেসপন্ডেন্ট
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে মাত্র ১০০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি মিলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান (শাকিল)।

বাংলালাইভ টোয়েন্টিফোর ডট কমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এসপি বলেন, আগামী (২৫ অক্টোবর) রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে এই চাকরির সুযোগ পাওয়া যাবে। পুলিশে কনস্টেবল পদে পরীক্ষা ফি বাবদ ট্রেজারির চালানের মাধ্যমে ১০০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীকে কোনও দালাল ও প্রতারকচক্রের খপ্পরে পড়ে কারও সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সকলকে সচেতন করতে মসজিদে মাইকিং, লোকাল ক্যাবল অপারেটরে বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে সতর্ক করা হচ্ছে ।

আরও পড়ুন: বাংলাদেশ নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শাকিলুজ্জামান বলেন, এবার রাজবাড়ীতে ১৯জন পুরুষ ও ৫জন নারীসহ মোট ২৪জনকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। ইতোপূর্বে সংশ্লিষ্ট বিভাগ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, শারীরিক মাপ ও পরীক্ষা হবে ২৫ অক্টোবর। এছাড়া ২৮ অক্টোবর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর।