মরক্কোর্ সঙ্গে হেরে শেষ আটেই শেষ হয়েছে পর্তুগালের বিশ্বকাপ। নকআউট পর্ব থেকে প্রথম একাদশেই সুযোগ পাননি দলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে ট্রফি জিতে সর্বকালের সেরার লড়াইয়ে সিআর সেভেনকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি। আক্ষরিক অর্থেই এটা রোনালদো জন্য হতাশাজনক বিশ্বকাপ।
বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু
তবে এক ধাপ এগিয়ে রোনালদোর বোন কাতিয়া এভেইরা। তার মতে, ‘কাতারের এই বিশ্বকাপটি ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ।’
ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, এটা ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ ছিল। কিন্তু আমরা ভাগ্যবান, এটা দারুণ একটা ফাইনাল ম্যাচ দিয়েছে আমাদের। কী চমৎকার ম্যাচ।
আর্জন্টিনাকে অভিনন্দন জানালেও মেসিকে নিয়ে কিছু বলেননি তিনি। এমবাপ্পের প্রশংসা করে বলেন, কিলিয়ান এমবাপ্পে, এই বাচ্চাটা অসাধারণ। দারুণ একটা ভবিষ্যৎ তোমার অপেক্ষা করছে।