ঢাকারবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সভাপতি-প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সদস্যদের পদত্যাগ

রাজবাড়ী করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ির মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন অভিভাবক সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান শিক্ষকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তারা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচিত অভিভাবক সদস্যরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে রমজান আলী খানকে সভাপতি পদে নির্বাচিত করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অভিভাবক সদস্যদের অবহেলা করে প্রধান শিক্ষকের যোগসাজসে তিনি বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নেন।

সর্বশেষ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে তরিঘরি করে রাতের মধ্যে ফলাফল প্রদান এবং পরদিনই অভিভাবক সদস্যদের ছাড়াই যোগদানের রেজুলেশন করা হয়। সেই নিয়োগে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেন তারা।

পদত্যাগকৃত একাধিক অভিভাবক সদস্যরা জানান, সভাপতি ও প্রধান শিক্ষকের সাথে থেকে এ ধরনের অবৈধ সিদ্ধান্তের সমর্থন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা অভিভাবক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি। সেই সাথে পদত্যাগ পত্রের অনুলিপি যথাযথ কর্তৃপক্ষ বরাবরও প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলেও জানান তারা।