মাঝে মাঝে দুঃখ ভাল লাগে
ভাললাগে দুঃখ বোধ
জীবনের অপূর্ণতাকে, জীবন টানে
কিঞ্চিৎ বৃষ্টিপাত,প্রখর রোদ্রলোকে
কতটা আনচান, ধরনী ধরে
অসমাপ্ত প্রেম বলে, বল কি আছে
কিছু তো পেয়েছিই,
দিয়েছিও ঢেড়
কতটা হাত ধরে, হেঁটে গেছি
মধ্য দুপুর
শুকনো পাতার উপর
ভর করে, জীবনের পাশা খেলা
পূর্ণতা পেয়েছি রমনীর
অবাধ বৃষ্টিবেলা
যতটা সুখময় এ জীবন
তারও বেশী বৈচিত্র
বিরহ বেলা
এত বেশী পাশে থাকো
যখন আমি একা