ঢাকাবুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেই প্রযোজকের সঙ্গে শাকিবের বৈঠক, সমঝোতার চেষ্টা

বিনোদন ডেস্ক
মার্চ ১৬, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউড তারকা শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহ। তার প্রযোজিত নির্মাণাধীন ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিং চলাকালীন শাকিবের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলেও অভিযোগ তার। বুধবার (১৫ মার্চ) বিকালে এসব অভিযোগের ফিরিস্তি লিখিত আকারে জমা দেন চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু


এরপরই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে ঢালিউড পাড়ায়। বিষয়টি নিয়ে বিলম্ব না করেই অভিযোগকারী প্রযোজকের সঙ্গে দেখা করেছেন শাকিব খান। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে তারা একটি রেস্তোরাঁয় বৈঠক করেছেন। অভিযোগের বিষয়ে সমাধান নিয়েও আলোচনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এ প্রযোজক বলেন, ‘সমাধান হয়নি কিছু। তবে সমাধানের লক্ষ্যে আমরা আজ বিকালে বসেছি। চেষ্টা করছি সমাধানের। এই চেষ্টা অব্যাহত থাকবে।’