ঢাকাবুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট: বাড়ছে গ্রাহক

সৈকত ইসলাম সৈয়দ
ডিসেম্বর ২০, ২০২২ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টারলিংক পৃথিবীর দ্রুত বিকাশমান বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর একটি, যাদের লক্ষ্য পৃথিবীর লো- অরবিটে থাকা স্যাটেলাইট থেকে বিশ্বব্যাপী লো লেটেন্সির ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করা। বিশ্বের ধনী ব্যক্তিত্ব ইলন মাস্কের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক। চলতি বছরে গ্রাহক সংখ্যায় রেকর্ড করেছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের এই কোম্পানি।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু


স্পেসএক্স জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্টারলিংকের এখন বিশ্বব্যাপী ১ মিলিয়নেরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছে। বছরের শুরুতে এই সংখ্যা ছিল মাত্র ১ লাখের মতো।

এই মাইলফল অর্জনে যারা অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে স্টারলিংক৷ অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ধন্যবাদ বার্তা দেওয়া হয়।

ওলকার এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে প্রতিটি দেশে স্টারলিংকের ইন্টারনেট ডাউনলোড গতি কমছে। তারপরও গ্রাহক বাড়ছে স্টারলিংকের।

চলতি বছরের মে মাসে কোম্পানির গ্রাহক সংখ্যা ছিল ৪ লাখ। আগস্টে দাম কমে যাওয়ার কারণে ব্যবহারকারী বাড়তে থাকে।