ঢাকামঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২১

অনলাই ডেস্ক
নভেম্বর ১, ২০২১ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান ‌‌’স্যামসাং’ একটি সুপরিচিত নাম। ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হলো স্যামসাং। স্যামসাং মোবাইল ফোনের দাম হাতের নাগালে থাকার পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্স ভালো হওয়ার কারণে আমাদের দেশেও স্যামসাং এর ফোন বেশ জনপ্রিয়।

বিশেষ করে স্যামসাং এর এ সিরিজ ও এম সিরিজের ফোনসমুহ বাজারে আনার পর থেকে ব্যবহারকারীদের মন জয় করে নেয় ফোনগুলো। দেশের বাজারে কম দামে ভালো ফিচার অফার করার মাধ্যমে শাওমি ও রিয়েলমির সাথে সমানে সমানে প্রতিযোগিতায় আছে স্যামসাং।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন 


চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন স্যামসাং মোবাইল এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত। উল্লেখ্য যে এখানে ফোনগুলোর অফিসিয়াল দাম তালিকাভুক্ত করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি – Samsung Galaxy Z Fold 3 5G

ফোল্ডেবল ফোনের দুনিয়ায় স্যামসাং নতুন কোনো নাম নয়। স্যামসাং এর তৃতীয় ফোল্ডেবল স্মার্টফোন বাংলাদেশের বাজারে বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। ৭.৬ইঞ্চি ডিসপ্লের এই ফোল্ডেবল ফোনটি ফোল্ড করেও বেশ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। এছাড়াও স্যামসাং এর প্রথম আন্ডার-ডিসপ্লে ক্যামেরা রয়েছে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ফোনটিতে।
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর স্পেসিফিকেশন:

ডিসপ্লে: ৭.৬ইঞ্চি
প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮৮৮
র‍্যাম: ১২জিবি
স্টোরেজ: ২৫৬জিবি
ব্যাক ক্যামেরা: ১২মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
আন্ডার ডিসপ্লে ক্যামেরা: ৪মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ১০মেগাপিক্সেল
ব্যাটারি: ৪৪০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩ ৫জি এর দাম: ১৮৪,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি – Samsung Galaxy S21 Ultra 5G

প্রতি বছরের ন্যায় ২০২১ সালের স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিলো স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা। শুধু নামে নয়, কাজেও এই ফোন আলট্রা পারফরম্যান্স দেখাতে সক্ষম। বাংলাদেশে গ্যালাক্সি এস২১ সিরিজের আরো বেশ কিছু ফোন বিক্রি করে স্যামসাং। সবগুলো দেখতে এখানে তাদের অফিসিয়াল পেজ ভিজিট করুন।
স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর স্পেসিফিকেশন:

ডিসপ্লে: ৬.৮ইঞ্চি
প্রসেসর: এক্সিনোস ২১০০
র‍্যাম: ১২জিবি
স্টোরেজ: ২৫৬জিবি
ব্যাক ক্যামেরা: ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা: ৪০মেগাপিক্সেল
ব্যাটারি: ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি এর দাম: ১৩৯,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা – Samsung Galaxy Note 20 Ultra


গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটির মুক্তির প্রায় দুই বছর পরও এই ফোনের আকর্ষণ এতটুকু কমেনি।
স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা এর স্পেসিফিকেশন:

ডিসপ্লে: ৬.৯ইঞ্চি
প্রসেসর: এক্সিনোস ৯৯০
র‍্যাম: ১২জিবি
স্টোরেজ: ২৫৬জিবি
ব্যাক ক্যামেরা: ১০৮মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা: ১০মেগাপিক্সেল
ব্যাটারি: ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা মোবাইল ফোনের দাম ১৩৪,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি – Samsung Galaxy Z Flip 3 5G

ফোল্ডেবল ফোনের জগতে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ উল্লেখযোগ্য একটি নাম। ফ্লিপ মেকানিজম উপর তৈরী এই ফোনকে একই সাথে অতীত ও ভবিষ্যতের ফোন বলে মনে হয়।
স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে: ৬.৭ইঞ্চি
প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮৮৮
র‍্যাম: ৮জিবি
স্টোরেজ: ২৫৬জিবি
ব্যাক ক্যামেরা: ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা: ১০মেগাপিক্সেল
ব্যাটারি: ৩৩০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ৫জি এর দাম: ১০৯,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৭২ – Samsung Galaxy A72

৪৬ হাজার টাকার ফোনে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর দেখে স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনটি অনেকের অপছন্দের তালিকায় থাকবে। তবে এর অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স ও সর্বোপরি দিক বিবেচনা করলে দাম হিসেবে ফোনটিকে ভালো বলতেই হয়।

আরো জানুন: শাওমি রেডমি ফোনের দাম
স্যামসাং গ্যালাক্সি এ৭২ এর স্পেসিফিকেশন:

ডিসপ্লে: ৬.৭ইঞ্চি
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
র‍্যাম: ৮জিবি
স্টোরেজ: ২৫৬জিবি
ব্যাক ক্যামেরা: ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা: ৩২মেগাপিক্সেল
ব্যাটারি: ৫০০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৭২ মোবাইল ফোনের দাম ৪৫,৯৯৯টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি – Samsung Galaxy A52S 5G

 

আপনার বাজেটের যদি হয় ৪৫হাজার টাকা বা ৫০হাজার টাকার মধ্যে, তাহলে আপনার সকল চাহিদা পূরণে সক্ষম স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটি। এটি মূলত তালিকার অন্য ফোন, স্যামসাং গ্যালাক্সি এম৫২ এর ৫জি সংস্করণ। তবে দারুণ দেখতে এই ফোনের ডিজাইন যে কারো মন কেড়ে নিতে বাধ্য। তাই এই বাজটের মধ্যে ৫জি সুবিধাযুক্ত ফোন খুঁজলে দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর স্পেসিফিকেশন:

ডিসপ্লে: ৬.৫ইঞ্চি
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র‍্যাম: ৮জিবি
স্টোরেজ: ১২৮জিবি
ব্যাক ক্যামেরা: ৬৪মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৩২মেগাপিক্সেল
ব্যাটারি: ৪৫০০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি এর দামঃ ৪৪,৯৯৯টাকা

বাংলাদেশে আরও বেশ কিছু মডেলের ফোন বিক্রি করে স্যামসাং। সবগুলো দেখতে আমাদের সাথেই থাকুন।

আপনার পছন্দের স্যামসাং স্মার্টফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।