ঢাকারবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০ টাকা কেজি দরে বাংলাদেশি কয়েন বিক্রি!

বাংলালাইভ ডেস্ক
আগস্ট ২, ২০১৯ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া করেসপন্ডেন্ট । বাংলালাইভ২৪.কম

বগুড়ায় কেজিদরে বিক্রি হয়েছে বাংলাদেশি কয়েন। মানুষের কাছে এই পঁচিশ পয়সা, পঞ্চাশ পয়সার কয়েন মূল্যহীন হওয়ায় জেলার গাবতলী উপজেলার খিদ্দিরপাড়া গ্রামের মোমিন নামে এক ভাঙ্গাড়ি জিনিসপত্র সংগ্রহকারী ফেরিওয়ালা এসব কয়েন সংগ্রহ করেন।

কয়েক মাসের পর গতকাল বুধবার বেশি পরিমাণ কয়েন হলে তিনি স্থানীয় আদ্দিরকোলা বাজারে গিয়ে কয়েনগুলি বিক্রি করতে যান। সেখানে আব্দুর রহিম নামের এক বেকারী দোকানদার ২০ টাকা কেজি দরে ১০০ টাকায় ৫ কেজি পঁচিশ, পঞ্চাশ পয়সার কয়েন কিনে নেন।

পরে তরফ মেরু গ্রামের আলমগীর নামে এক লোক ওই কয়েনগুলি ৪০ টাকা কেজি দরে কিনে নেন।