ঢাকারবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনে কর ফাঁকি দেওয়ায় ১৮০০ কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২১ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

কর ফাঁকি দেওয়ার অভিযোগে চীনের এক অনলাইন তারকাকে ২১ কোটি ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার ৭৮৫ কোটি টাকা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন 


প্রতিবেদনে বলা হয়, ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ হিসেবে খ্যাত ওই তারকা ভিয়া নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম হুয়াং ই। ২০১৯ ও ২০২০ সালে ব্যক্তিগত আয়ের তথ্য লুকানো ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগে সোমবার (২০ ডিসেম্বর) জরিমানা করে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ।

কর ফাঁকি দিয়ে জরিমানা গোনার ঘটনায় ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন তারকা হুয়াং ই। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে তিনি জানান, ‘কর আইন ও প্রবিধান ভঙ্গ করায় আমি খুবই দুঃখিত। কর্তৃপক্ষের দেওয়া শাস্তি আমি পুরোপুরি মেনে নিয়েছি।’

৩৬ বছর বয়সী হুয়াং লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য সুপরিচিত। গত বছর চার কোটি ইউয়ানের রকেট উৎক্ষেপণসংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য বিক্রি করেন তিনি।