ঢাকারবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জুলাই থেকেই করোনার ভ্যাকসিন দিচ্ছে চীনে!

আন্তর্জাতিক ডেস্ক । বাংলালাইভ২৪.কম
আগস্ট ২৫, ২০২০ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের একটি পরীক্ষামূলক ভ্যাকসিন গত জুলাই মাস থেকেই বেশি ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের ওপর প্রয়োগ শুরু করেছে চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে জানিয়েছেন, সম্মুখসারির মেডিক্যাল কর্মী ও সীমান্ত পরিদর্শকদের ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। গত ২২ জুলাই এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন ঝেং ঝংওয়েই নামের ওই কর্মকর্তা।

‘ন্যাশনাল হেলথ কমিশন’-এর ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার’-এর প্রধান ঝেং ঝংউই রোববার (২৩ আগস্ট) চীনের সংবাদমাধ্যম সিসিটিভি-কে জানান, চীনে জুলাই মাস থেকেই করোনার টিকা দেওয়া হচ্ছে। জুলাই মাস থেকেই দেশটির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ জরুরি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়া হচ্ছে। তবে চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চীনা সংস্থা CanSino Biologics বা চীনা সরকারি ফার্মাসিউটিক্যাল সংস্থা Sinopharm এর তৈরি করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ট্রায়াল চললে কীভাবে জুলাই মাস থেকে টিকা দেওয়া হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম থেকে মার্কিন যুক্তরাষ্ট্র করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দোষারোপ করে আসছিল। তবে চীন সব সময়ই এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। এর মধ্যে গোপনে ভ্যাকসিন দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে চীন।