ঢাকাসোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দলের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে : রোনালদো

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২৪, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জুভেন্তাস থেকে সাড়া জাগানো ট্রান্সফারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে গিয়ে দারুণ শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। নিয়মিত গোল পাচ্ছেন। তারপরও মাঝেমধ্যে সুরটা যেন কেটে যাচ্ছে। নিজেদের সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে শুরুতে দুই গোল হজম করে বসে ইউনাইটেড। এই সমস্যার সমাধানে খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়া, নিজেদের মধ্যে আরও ভালো বোঝাপড়ার জন্য আরও সময় দরকার বলে মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো।

আজ রবিবার রাত সাড়ে ৯টায় প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিআরসেভেন বলেন, ‘মানিয়ে নিতে সময় লাগবে, এমনকি যে কৌশলে আমরা খেলি, সেটার সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগবে। কিন্তু ধাপে ধাপে একটা বিষয় আমাদের মাথায় গেঁথে নিতে হবে যে-সবকিছু সম্ভব। সবাইকে নিজের ভূমিকা বুঝতে হবে। দলে ও ক্লাবে আমার ভূমিকা কি, সেটা আমি জানি। আমার কাজ হচ্ছে গোল করা, অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করা।’

নিজের উদাহরণ দিয়ে রোনালদো আরও বলেন, ‘কেবল ব্যক্তিগত অর্জন নিয়ে আমি কথা বলি না। নিজের চেয়ে দলীয় অর্জনকে আমি সবকিছুর ওপরে রাখি। সম্মিলিতভাবে কোনো কিছু জয়ের চেয়ে ব্যক্তিগত অর্জন সহজ। তবে আমার কাছে দলগত সাফল্যই গুরুত্বপূর্ণ। যদি সবাই এভাবে চিন্তা করে, দলের জন্য ত্যাগ স্বীকার করে, আমি মনে করি আমরা আরও ভালো দল হয়ে উঠব। আমাদের সমর্থকেরা সবসময় পাশে আছে। দারুণ একটি স্টেডিয়াম আছে। দলও অসাধারণ। এসব সঙ্গী করে আমাদের এগিয়ে যেতে হবে।’