ঢাকাশুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মালিতে বর্ণিল পিঠা উৎসব পালন

বাংলালাইভ ডেক্স
ডিসেম্বর ২৯, ২০২২ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর উদ্যোগে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।


বাংলালাইভের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করু


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে দেশটির গুন্দামের জাতিসংঘ ক্যাম্পে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বাংলাদেশ কন্টিনজেন্টের কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ রোটেশন-৮ এর কমান্ডার হাসান মো. শওকত আলী ।

এ সময় অন্যের মাঝে উপস্থিত ছিলেন, আইপিও টিম লিডার মোস্তফা মাহমাতসহ অন্যান্য আইপিও, আইভরি কোস্ট সেনা ডিটাচমেন্ট ক্যাম্প কমান্ডার কুলিবালি ও সেনা সদস্যরা। এছাড়াও ঘানা সেনা ব্যাটিলিয়নের সদস্যসহ গুন্দাম ক্যাম্পের সকল শান্তিরক্ষীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ৮টি বিভাগের শান্তিরক্ষীরা তাদের দেশীয় হরেক রকমের পিঠা বানিয়ে মেলায় তাদের নিজ নিজ বিভাগের স্টলে পরিবেশন করেন।

পরে প্রধান অতিথি ফিতা কেটে পিঠা উৎসব উদ্ধোধন করে প্রত্যেক বিভাগের দেশীয় সংস্কৃতি সম্বলিত নির্মিত নান্দনিক স্টল পরিদর্শন করেন। পিঠার স্টল গুলো হল, বরিশাল বিভাগের মোগো পিডা ঘর , ঢাকার চানখাঁরপুলের বাংকার-পিঠা পুলির ভান্ডার, চট্রগ্রামের পৌষ-পার্বণ, খুলনার সুন্দরবন পিঠা ঘর, রংপুরের রোকেয়া পিঠা ঘর, রাজশাহীর রাজশাহী পিঠা ঘর ও সিলেটের আরিফরি-দোস্ত-বইনারি।

সাহারা মরুর বুকে শত প্রতিকুলতার মাঝেও অসাধারন পিঠা উৎসবের আয়োজন করে বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য ও রীতি-সংস্কৃতিকে চমৎকারকারভাবে ফুটিয়ে তোলায় বিস্ময় প্রকাশ করেছেন সকলে।