ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আলু-পেঁয়াজ ও চালের বাজারে উত্তাপ, সবজিতে কিছুটা স্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মাস আগে
আলু-পেঁয়াজ ও চালের বাজারে উত্তাপ, সবজিতে কিছুটা স্বস্তি
সবজি-মুরগির দাম কিছুটা কমলেও, উত্তাপ ছড়াচ্ছে আলু-পেঁয়াজসহ সব ধরনের চাল। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। আর ৩০ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। মজুদদারদের কারসাজিতে পণ্য গুলোর দাম বেড়েছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। ভোক্তাদের দাবি, সরকার নয়, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে বাজার।

দরকারী পণ্যের দামের স্থিতিশীলতা- যেন অলীক কোন স্বপ্ন। কোন আভাস ছাড়াই চড়া আলু-পেঁয়াজ ও চালের দাম।  স্বল্প আয়ের মানুষের নিয়মিত খাদ্য তালিকায় থাকা আলু সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা। বাজার ও মানভেদে বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা পর্যন্ত।

পেঁয়াজের দাম বৃদ্ধির হার আরও বেশি। কেজিতে ৩০ টাকা বেড়ে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কারণ হিসেবে সামনে আসছে সরবরাহ সংকটের বিষয়টি। যদিও রাজধানীর কারওয়ান বাজারে স্বাভাবিক সরবরাহ দেখা যায় পণ্য দুটির।

ক্রেতারা বলছেন, বাধ্য হয়েই এই দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আগে যেখানে দুই কেজি পেঁয়াজ কিনেছি, এখন সেখানে এক কেজি কিনতে হচ্ছে।

বিক্রেতারা বলছেন, পেঁয়াজ কোথাও পাওয়া যাচ্ছে না, তাই বেশি দামে কিনতে হচ্ছে এবং বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

সরকারি হিসাবে, সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দামও। সিন্ডিকেটকে দায়ী করে খুচরা বিক্রেতাদের দাবি, মিল মালিকদের কারসাজিতে তৈরি হয়েছে এই সংকট।

তবে শীতকালীন সবজির যোগান কিছুটা স্বস্তি দিয়েছে। দাম কমেছে কিছু সবজির। কমেছে ডিম-মুরগির দাম। এই সময়ে আদা, হলুদ ও শুকনো মরিচের দামও কমেছে।


কমেন্ট বক্স