ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলাকারী কে এই রিমেল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ঘন্টা আগে
মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলাকারী কে এই রিমেল
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিন জনের ওপর সদলবলে হামলা করেন ছাত্রলীগের সক্রীয় কর্মী রিমেল। যার ফ্যাসীবাদী শাসনামলে কাশিমপুর থানা এলাকায় ছিল একচ্ছত্র আধিপত্য। 

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী শাসনামলে কাশিমপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও একাধিক ছাত্র হত্যা মামলার আসামি শরিফ বেপারির ছিল একচ্ছত্র আধিপত্য। আধিপত্যের রাজত্ব টিকিয়ে রাখতে তিনি নিজের বড় ভাইয়ের ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী রিমেল ব্যাপারীকে ব্যবহার করতেন। স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছাড়ার পর শরিফ বেপারি গা ঢাকা দিলেও তার আধিপত্য টিকিয়ে রেখেছেন রিমেল। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকারের সময় কাশিমপুর এলাকায় শরিফ ব্যাপারী ত্রাসের রাজত্ব রাজা ছিলেন। সেনাপতি হিসাবে কাজ করতেন তারই ভাতিজা রিমেল। যে কোন দাঙ্গা হাঙ্গামায় চাচাকে ম্যানপাওয়ারের যোগান দিতো ছাত্রলীগ কর্মী রিমেল। এছাড়া দখল বানিজ্য, ফুটপাতে চাঁদাবাজিসহ না ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন রিমেল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটপাত ব্যবসায়ী জানান, আওয়ামী লীগের সময় রিমেল তার চাচার হয়ে ফুটপাতে চাঁদাবাজির করতেন। আওয়ামী লীগ সরকার দেশ ছাড়ার পরেও তিনি তার চাচার সম্রাজ্য টিকিয়ে রেখেছেন। এখনও তিনি ফুটপাতে চাঁদাবাজি করেন। এছাড়া ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে রিমেলের ছিল একক আধিপত্য। তারা আওয়ামী লীগ নেতার পরিচয়ে নানা ধরনের অপকর্ম করতেন। কিন্তু ফ্যাসীবাদী সরকারের পতন হলেও তাদের এখনও পতন হয় নি। তারা এখনও পুরো এলাকা অস্থিতিশীল করে রেখেছেন। 

অপর একজন ভুক্তভোগী বলেন, রিমেল আগে তার চাচার প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল করতো। নিরীহ মানুষেরা তাদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের দখলদারিত্বে অসহায় হয়ে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। অনেকের জমি এখনও দখল করে রেখেছেন। তারা স্বেচ্ছাসেবক লীগের প্রভাব দেখিয়ে আগে চাঁদাবাজি, দখলবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা ধরনের অপকর্মে জড়িত ছিলেন। বর্তমানে তার চাচা কাশিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর রাজত্ব দেখভাল করছেন রিমেল। 

হাসপাতালের বাইরে সওজের জায়গা দখল করে অবৈধ দোকান বসিয়ে প্রতিমাসে ভাড়া উত্তোলনের অভিযোগও রয়েছে এই রিমেলের বিরুদ্ধে। এছাড়া ইভটিজিং, মব সৃষ্টি করে প্রতিপক্ষসহ সাংবাদিকের ওপর হামলা করতেও পিছপা হয় না রিমেল। অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে জোড়ালোভাবে কাজ করে যাচ্ছেন।

ভুক্তভোগী সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স জানান, গতকাল সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাড়কের খানা খন্দ নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন তিনি। এসময় কিছু বখাটেকে সড়কে চলাচলরত কয়েকজন তরুনীকে উত্যাক্ত করতে দেখে তিনিসহ তিন থেকে ৪জন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা এক ধরনের মব সৃষ্টি করে হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তার হাত ভেঙে যায়। এসময় সাইদুর রহমান (৩৫) নামের একজনকে কুপিয়ে মাথায় রক্তাক্ত যখম ও ইয়াসিন আহমেদ (৩৬) নামের একজনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে নিলা ফোলা জখম করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে কেপিজে হাসপাতালের ফটকের ভিতরে আশ্রয় নিলে সেখান থেকে টেনে হিচরে বের করার চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। কাশিমপুর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেলসহ তার অনুসারিরা এই হামলা চালায় বলে জানান সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স।

এব্যাপারে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


কমেন্ট বক্স