সাভারের হেমায়েতপুর এলাকায় বিএনপি নেতার ছেলে ও ভাতিজার বিরুদ্ধে এক ময়লা ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
রোববার (১৮ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার বেবিলন গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজ মহাজনের ছেলে বকুল ও ভাতিজা ফারিজ ।
ভুক্তভোগী ওই ময়লা ব্যবসায়ীর নাম রুবিনা আক্তার সাংবাদিকদের জানান, আমরা দীর্ঘদিন যাবত এই এলাকার একটি বালির মাঠে বিভিন্ন হোটেল-রেঁস্তোরার উচ্ছিষ্ট খাবার রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে আসছি। গত ৫ আগস্টের আগ পর্যন্ত স্থানীয় আওয়ামীলীগের নেতারা আমাদের কাছ থেকে এই মাঠের ভাড়া বাবদ নগদ অর্থ আদায় করতো। ৫ তারিখ শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গত কয়েকদিন যাবত স্থানীয় কিছু বিএনপি নেতার নাম বলে একদল যুবক আমাদের কাছে মাঠের ভাড়া বাবদ চাঁদা দাবী করে আসছিলো । সবশেষ আজ সন্ধার দিকে ২০/৩০ জনের একদল লোক আমার কাছে এসে বলে বিচারে আমরা জিতে গেছি এখন থেকে মাঠের ভাড়ার টাকা আমাদেরকে দিতে হবে। এখন আমি বিষয়টি নিয়ে খুবই আতংকে আছি পরিত্যক্ত একটি জায়গায় কিছু ফেলে দেয়া বর্জ্য শুকিয়ে সামান্য কয়টা টাকা আয় করে সংসার চালাই এখন এখান থেকেও তাদের ভাগ দিতে হবে। আগে শেখ হাসিনার আমলে অনেক অন্যায় হয়েছে আমাদের উপর ভেবেছিলাম এবার বুঝি শান্তি পাবো কিন্তু এখনো দেখি সেই আগের অবস্থাই।
ফেরদৌস হাসান নামে পাশের এক দোকানদার জানান, গত কয়েকদিন ধরেই বিভিন্ন পক্ষের লোকজন এসে এখনে মাঠ দখলের জন্য ঝামেলা করতেছে। এসব ঘটনায় আমরা খুবই আতংকে আছি।
শহিদুল নামে স্থানীয় আরেকজন জানান, আগে একটা সময় এখানে আওয়ামীলীগের লোকজন মাঠ ব্যবহারকারীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। গত কয়েকদিন যাবত বিএনপির লোকজন পরিচয়ে এলাধিক গ্রুপ এসে এখানকার ময়লা ব্যবসায়ীর কাছ থেকে আবারো চাঁদা দাবী করতেছে। প্রতিটি গ্রুপে ৩০/৪০জন করে লোকজন দলবল নিয়ে আসে এতে আমরা এলাকায় বসবাসকারীরা খুবই আতংকিত।
কমেন্ট বক্স