কুবিতে নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি । বাংলালাইভ২৪.কম |
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০১৯-২০ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নতুন এই কমিটিতে সভাপতি পদে গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী দীপ্র চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পূর্ববর্তী কমিটির সভাপতি ইশফাকুল কাদির আবীর এবং সাধারণ সম্পাদক এম এস টিটু মাহমুদ এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি (১) হাফি খান টিপু (লোকপ্রশাসন) (২) আমিনুল ইসলাম (নৃবিজ্ঞান) , যুগ্ম সাধারণ সম্পাদক (১) সাদ ইবনে সাঈদ সাদ (নৃবিজ্ঞান) (২) শেখ ইমরান আল আমিন (নৃবিজ্ঞান), সাংগঠনিক সম্পাদক, (১) বিশ্বজিৎ সরকার (সাংবাদিকতা), (২) মারুফ হোসেন সরকার (অর্থনীতি), অর্থ সম্পাদক মামুন খান (সাংবাদিকতা), দপ্তর সম্পাদক রন্টি সরকার (সাংবাদিকতা)।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রনি মন্ডল (সাংবাদিকতা), ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম (নৃবিজ্ঞান), ক্রীড়া বিষয়ক সম্পাদক ওয়াসিম (প্রত্নতত্ত্ব), ছাত্রী বিষয়ক সম্পাদক তৃপ্তি রানী দাশ (প্রত্নতত্ত্ব), আপ্যায়ন বিষয়ক সম্পয়াদক তোফাজ্জল (প্রত্নতত্ত্ব)।
এছাড়াও আরো ৮ জন সহ-সভাপতি, ১৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ জন সাংগঠনিক সম্পাদকসহ মোট ৪৫ জন সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, নতুন এই কমিটির সদস্যরা পরবর্তী এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।
2