২ কারণে ডেপুটি গভর্নরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি
অনলাইন ডেস্ক । বাংলালাইভ২৪.কম |
খেলাপি ঋণ কমানো ও ব্যাংক ঋণের সুদ হার কমিয়ে (সিঙ্গেল ডিজিটি) আনা, এই দুটি কারণে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এই কমিটির প্রধান থাকবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রবিবার (১ ডিসেম্বর) শেরে বাংলা নগরের এনইসি কক্ষে তফসিলভুক্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটি কী কারণে খেলাপি ঋণ ও সুদ হার বাড়ে, তার কারণ খুঁজে বের করবে। এছাড়া কী পদক্ষেপ নিলে খেলাপি ঋণ কমানো যাবে তার সুপারিশ দেবে। কমিটি আগামী দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। বাংলাদেশ ব্যাংক সেই অনুসারে কাজ করবে।’ সুপারিশগুলো বাস্তবায়ন করলে ৩১ ডিসেম্বরের পর থেকে খেলাপি ঋণ ও ব্যাংক ঋণের সুদ হার কমবে বলেও আশা প্রকাশ করে তিনি।