1. banglalivedesk@gmail.com : banglalive :
  2. emonbanglatv@gmail.com : Dewan Emon : Dewan Emon
৩৬ প্রভাবশালীর টুইটার মেসেজ দেখেছে হ্যাকাররা
শনিবার, ১৫ অগাস্ট ২০২০, ১২:৫৮ অপরাহ্ন

৩৬ প্রভাবশালীর টুইটার মেসেজ দেখেছে হ্যাকাররা

বাংলা লাইভ টুয়েন্টিফোর ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক । বাংলালাইভ২৪.কম

প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় মোট ৩৬টি অ্যাকাউন্টের ডিরেক্ট মেসেজ দেখেছে হ্যাকাররা। টুইটারের পক্ষ থেকে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে কাদের মেসেজগুলো হ্যাকাররা দেখেছে, সেটি জানায়নি টুইটার। নেদারল্যান্ডসের একটি গণমাধ্যম থেকে জানা গেছে, দেশটির একজন প্রভাবশালী রাজনীতিবিদ এই তালিকায় আছেন।

টুইটার এর আগে জানায় হ্যাকাররা ৪৫টি অ্যাকাউন্ট থেকে টুইট পাঠিয়ে অন্যদের কাছে বিটকয়েন চেয়েছে এবং তাদের ডেটা ডাউনলোড করে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি ইতিমধ্যে জানিয়েছে, মোট ১৩০টি অ্যাকাউন্ট ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

টুইটারের দেয়া তথ্য অনুযায়ী, হ্যাকাররা অ্যাকাউন্টগুলো থেকে টুইট পাঠানোর আগে ওই ৪৫টি আইডির পাসওয়ার্ড রিসেট করে নেয়।

এফবিআই থেকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। টুইটার প্রতিশ্রুতি দিয়েছে, তদন্তে সব ধরনের সহায়তা করা হবে।

হ্যাকড হওয়াদের মধ্যে এখন পর্যন্ত যাদের নাম জানা গেছে তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রে সামনের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আছে ওবামার মতো মানুষের অ্যাকাউন্টও।

বাদ যাননি বিখ্যাত সব প্রযুক্তি উদ্যোক্তারাও। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ছাড়াও আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের অ্যাকাউন্টও নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল হ্যাকাররা।

বিলিয়নিয়ার তারকা ক্যানি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রেটি কিম কার্দাশিয়ানের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।

এমনকি প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।

এ জাতীয় আরো খবর

সতর্কতা

বাংলালাইভ২৪.কমে প্রকাশিত বা প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© All rights reserved © 2019 BanglaLive24
Theme Developed BY ThemesBazar.Com
themesbazarbanglalive1