1. banglalivedesk@gmail.com : banglalive :
  2. emonbanglatv@gmail.com : Dewan Emon : Dewan Emon
শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা ক্রয়ে ইবি শিক্ষকদের অর্থ সহায়তা
শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ০১:৪৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা ক্রয়ে ইবি শিক্ষকদের অর্থ সহায়তা

তাসনিমুল হাসান, ইবি করেসপনডেন্ট । বাংলালাইভ২৪.কম
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন কর্তনবাবদ সংগৃহীত অর্থ থেকে শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা কেনায় সহায়তা প্রদানের জন্য বিভাগীয় চেয়ারম্যানদের হাতে চেক হস্তান্তর করা হয়েছে ৷ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভিসি অফিসের সম্মেলন -কক্ষে চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. শেখ আবদুস সালাম ৷
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷
করোনা সংক্রমণ শুরুর দিকে শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেয়া হয় ৷ অবশিষ্ট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আনুপাতিক হারে ভাগ করে আজ চেয়ারম্যানদের হাতে তুলে দেয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর

সতর্কতা

বাংলালাইভ২৪.কমে প্রকাশিত বা প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© All rights reserved © 2019 BanglaLive24
Theme Developed BY ThemesBazar.Com
themesbazarbanglalive1