1. banglalivedesk@gmail.com : banglalive :
  2. emonbanglatv@gmail.com : Dewan Emon : Dewan Emon
কেবিসি'র এবারের আসরে কোটি টাকা জিতে নিলেন নারী পুলিশ অফিসার
বুধবার, ০২ ডিসেম্বর ২০২০, ০৬:০৬ অপরাহ্ন

কেবিসি’র এবারের আসরে কোটি টাকা জিতে নিলেন নারী পুলিশ অফিসার

বিনোদন ডেস্ক । বাংলালাইভ২৪.কম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

বেশ উৎসাহ নিয়ে শুরু হয়েছে করোনা পরবর্তী ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)। এবার চলছে সিজন ১২। অমিতাভ বচ্চনের উপস্থাপনায় এরই মধ্যে এবারের আসরটি জমে উঠেছে। সেই সঙ্গে গেল তারা সিজনের প্রথম কোটিপতির দেখাও পেয়ে গেছে। ‘কেবিসি’-তে প্রথম কোটিপতি হয়েছেন রাঁচির মেয়ে নাজিয়া নাসিম।

এবার জানা গেল ১২তম সিজনের দ্বিতীয় কোটিপতির নাম। অমিতাভ বচ্চনের গ্র্যান্ড শো কেবিসি ১২-এর দ্বিতীয় কোটিপতি হলেন মোহিতা শর্মা। তিনি একজন নারী পুলিশ কর্মকর্তা।

আইপিএস অফিসার মোহিতা শর্মা কীভাবে চলতি সিজনের দ্বিতীয় কোটিপতি হলেন তা দেখা যাবে আগামীকাল ১৭ নভেম্বরের প্রচার হওয়া পর্বে।

পেশায় একজন আইপিএস অফিসার মোহিতা শর্মা ব্যক্তিগত জীবনে কেমন, তার বেশ কিছুটা অংশ উঠে আসবে কেবিসি ১২-এর হটসিটে। জানা যায়, ২০১৭- ব্যাচের অফিসার হলেন মোহিতা শর্মা।

ইন্ডিয়ান ফরেনস্ট সার্ভিস অফিসারের সঙ্গে সংসার করছেন মোহিতা শর্মা। ব্যক্তিগত জীবনে রান্না করতে যেমন ভালবাসেন, তেমনি গান গাইতেও বেশ পছন্দ করেন মোহিতা। পাশাপাশি ঘুরতে, বেড়াতে ভালবাসেন এই আইপিএস অফিসার।

মোহিতার কাজের জীবনের প্রতি ঝোঁক বাড়ায় বর্তমানে অমিতাভ বচ্চনও সোশাল মিডিয়ায় তাকে ফলো করতে শুরু করেছেন বলে খবর জানা গেছে।

এ জাতীয় আরো খবর

সতর্কতা

বাংলালাইভ২৪.কমে প্রকাশিত বা প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© All rights reserved © 2019 BanglaLive24
Theme Developed BY ThemesBazar.Com
themesbazarbanglalive1