দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিককে সংবর্ধনা দেয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে আজ মঙ্গলবার বিকালে নিজ এলাকায় পৌছিলে নবাবগঞ্জ ডাকবাংলা উন্মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে সংসদ সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে নিজ এলাকার জন সাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বেশ কিছুদিন পুর্বে সংসদ শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েন। নিজ বাড়ীতে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে গত কয়েকদিন আগে ঢাকায় ফেরেন।