পটুয়াখালীর গলাচিপায় বাস ও (ব্যাটারি চালিত) ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আকাশ চৌকিদার (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আলআমিন চৌকিদার (৩৫) নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মুদিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আকাশ সদর উপজেলার শারিকখালি গ্রামের কবির চৌকিদারের পুত্র।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ইজিবাইকটি গলাচিপা থেকে বাদুরা বাজারে আসার সময় গলাচিপাগামী সিনহা খন্দকার নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক আকাশ ও থাকা এক যাত্রী আলআমিন গুরুতর জখম হয় ।তাৎক্ তাৎক্ষণিক স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে আকাশ চৌকিদারের মৃত্যু হয়। আলামিন চৌকিদারকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তার পরিবারের সদস্যরা জয়ানায়, আলামিনের অবস্থা আশংকাজনক তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।