আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, ঢাকার ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা । আজ মঙ্গলবার (১ ডিসেম্বর ) দুপুরে স্থানীয় নির্বাচন কার্যালয়ে এ ফরম জমা দেন তিনি।
এসময় মেয়র গোলাম কবির মোল্লার সাথে ধামরাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা।
পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জানান, বিগত সময়ে গোলাম কবির মোল্লা এই পৌরবাসীর পাশে ছিলেন। তিনি করোনা সময়ে নিজের সুরক্ষার কথা না ভেবে মানুষের জন্য কাজ করেছেন। মেয়র গোলাম কবির মোল্লা) মহামারির সময়ে প্রধানমন্ত্রীর দেওয়ার বিভিন্ন ত্রাণ সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। এছাড়া তিনি নিজ উদ্যাগেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
তারা জানান, ধামরাইবাসীর আশা-ভরসার শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছেন আধুনিক ধামরাই পৌরসভা গড়ার কারিগর মেয়র গোলাম কবির মোল্লা । তাই এই পৌর নির্বাচনে গোলাম কবির মোল্লাকে প্রত্যাশা করছেন তারা।
উল্লেখ্য, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। আর ভোট গ্রহণ হবে ২৮ ডিসেম্বর।