প্রথম ধাপের পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করছেন দিনাজপুর ফুলবাড়ী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আজ সকাল ১০টা থেকে ফুলবাড়ী উপজেলা চত্ত্বরের নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিকের কাছে মনোনয়নপত্র জমা দেন মেয়র এবং কাউন্সিলর পদ প্রার্থীরা।
ফুলবাড়ী পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ৯টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের শেষ তারিখ ৩ ডিসেম্বর। এই পৌরসভায় মোট ৪জন মেয়র প্রার্থী অংশ গ্রহন করছে।
বর্তমান মেয়র মুর্তুজা মানিক সরকার সতন্ত্র, আওয়ামী লীগের প্রার্থী খাঁজা মইন উদ্দীন, বিএনপি সমর্থিত প্রার্থী সাহাজুল ইসলাম ও সতন্ত্র আরেক প্রার্থী মাহমুদ আলম লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফুলবাড়ী পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২৭ হাজার ৯৩১জন।