1. banglalivedesk@gmail.com : banglalive :
  2. emonbanglatv@gmail.com : Dewan Emon : Dewan Emon
  3. emonnagorik@gmail.com : Rajbari Correspondent : Rajbari Correspondent
করোনা উপভোগ করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বান্ধবী!
মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন

করোনা উপভোগ করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বান্ধবী!

আন্তর্জাতিক ডেস্ক । বাংলালাইভ২৪.কম
  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

করোনাভাইরাস নিয়ে সবাই যেখানে আতঙ্কিত, সেখানে এই ভাইরাসে আক্রান্ত হওয়াটা বেশ উপভোগ করছেন বলে জানালেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের গার্লফ্রেন্ড কানাডীয় পপ গায়িকা গ্রাইমস।

রোববার কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন গ্রাইমস। তার সেই অভিজ্ঞতাকে শেয়ার করতে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি উপভোগ করছেন বলে জানান।

গ্রাইমস লেখেন, ‘অবশেষে কোভিডে আক্রান্ত হয়েছি। ২০২১-এ কোভিডের এই উপসর্গকে বেশ উপভোগ করছি।’ সম্প্রতি এক সন্তানের জন্ম দিয়েছেন গ্রাইমস। নিজের আক্রান্ত হওয়ার খবর জানালেও, তাঁর সন্তান এবং ইলনের কোভিড হয়েছে কি না সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি।

গত সপ্তাহেই ‘মিস অ্যানথ্রোপোসিন’ নামে তার গানের একটি নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে। গ্রাইমসের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অগণিত অনুরাগী তার সুস্থতা কামনা করেছেন। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বৈদুত্যিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক। কোভিড পরীক্ষা নিয়ে মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। কোভিড পরীক্ষার বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলেও দাবি করেন।

কোভিড নিয়ে তার উদাসীন মনোভাবের জন্যও সমালোচনার মুখে পড়তে হয় ইলনকে। শুধু তাই নয়, ভ্যাকসিন বের হলেও তা নেবেন না বলেও জানিয়েছিলেন তিনি। সূত্র: ফ্রি প্রেস জার্নাল।

এ জাতীয় আরো খবর

সতর্কতা

বাংলালাইভ২৪.কমে প্রকাশিত বা প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© All rights reserved © 2019 BanglaLive24
Theme Developed BY ThemesBazar.Com
themesbazarbanglalive1